আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর ২০২৩ হতে ১০ ডিসেম্বর ২০২৩) ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ " শীর্ষক কার্যক্রমের আওতায় নিম্নোক্ত পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা নির্বাচনের লক্ষ্যে যে সকল নারী সমাজের নানা প্রতিকূলতা অতিক্রম করে সফল হয়েছেন তাদের নিকট থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।আগ্রহী প্রার্থীগণ ০৫/১১ /২০২৩ তারিখ হতে ০৯/১১/২০২৩খ্রিষ্টাব্দ তারিখের মধ্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জুড়ি মৌলভীবাজার হতে অফিস চলাকালীন সময়ে ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয় পত্র ও সফলতার কাহিনী সংযুক্ত করে সংশ্লিষ্ট অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য নির্বাচিত জয়িতাদের সম্মাননা দেয়া হবে।
ক্যাটাগরি সমূহ :
১। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী
২। শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী
৩। সফল জননী নারী
৪। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী
৫। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে জীবন শুরু করেছেন যে নারী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস